পারফরম্যান্স বিবেচনায় রিশাদকে সোনায় মোড়ানো আইফোন দিল লাহোর কালান্দার্স

রিশাদকে সোনায় মোড়ানো আইফোন দিল লাহোর কালান্দার্স


ক্রিকেট মাঠে পারফরম্যান্সের জন্য পুরস্কার তো নতুন কিছু নয়। কিন্তু কখনও কি শুনেছেন, লেখা পারফরম্যান্সের জন্য সোনায় মোড়ানো আইফোন উপহার দেওয়া হয়? অবাক লাগলেও, এমনই চমকপ্রদ ঘটনা ঘটেছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্সে। আর এই বিশেষ সম্মান পেয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন,রিশাদকে আমরা চিনি একজন লেগ-স্পিনার হিসেবে, তবে তিনি যে একজন অনুভূতিপ্রবণ লেখকও, সেটা হয়তো অনেকেই জানতেন না। মাঠের অনুশীলনের বাইরে, সফরের অবসরে কিংবা হোটেলের নিরিবিলি কোন কোণায় বসে তিনি যখন নিজের অনুভব লিখে ফেলতেন কাগজে-কলমে, তখন সেটা কেবল তার একান্ত ভালোলাগা ছিল। কিন্তু সেই ভালোলাগাটাই এখন তাকে এনে দিল অনন্য সম্মান,লাহোর কালান্দার্সের টিম ম্যানেজমেন্ট রিশাদের লেখার প্রতি মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নেয়, তার এই 'অফ-ফিল্ড পারফরম্যান্সকেও' স্বীকৃতি দেওয়া উচিত। ফলাফল: এক ঝলমলে, সোনায় মোড়ানো আইফোন—শুধু একটি প্রযুক্তিপণ্য নয়, বরং একরকম সাহস ও সৃজনশীলতাকে সম্মান জানানোর প্রতীক,রিশাদ যখন এই উপহার হাতে পান, তার চোখেমুখে যে বিস্ময় আর কৃতজ্ঞতার ছাপ—সেটাই বলে দেয়, ছোট্ট একটা স্বীকৃতি কখনো কখনো কতটা বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে,এটা শুধুই কি এক তরুণ ক্রিকেটারের লেখা ভালো হওয়ার পুরস্কার? নাকি এটা একটা বার্তা—যেখানে বলা হচ্ছে, ‘তুমি কেবল খেলার জন্য নয়, মানুষ হিসেবে কী ভাবছো, সেটাও গুরুত্বপূর্ণ,ক্রিকেট, অনেকটা জীবনই যেন। কখনো অফস্পিন, কখনো গুগলি, কখনো স্ট্রেট ড্রাইভ—আর এর মাঝেই আমরা দেখি কিছু অনন্য চরিত্র, যারা খেলার বাইরে থেকেও আমাদের কিছু শেখায়। রিশাদ তাদের একজন, যিনি প্রমাণ করলেন—কলম আর বল, দুটোই সমানভাবে হাতের খেলা হতে পারে


Post a Comment

0 Comments